সবই
চোখের আড়াল
বহুদিন বহুকাল
পা পড়ে নি তো ঘাসে
এদিকে আলো কমে আসে।
চলো হাতে হাত ধরে
কোনো উপায় বার করে
একবার ফিরে যাই
গিয়ে সেখানে দাঁড়াই -
সেই বুক ভরা তৃণভূমি
আর সেই আমি তুমি।
সেই ধুধু প্রান্তর
আর মাথার ওপর
কোটি তারার আকাশ
নিঝুম চারপাশ
শুধু নিশাচর ডাক
কোনো দূর পাল্লার ট্রাক
যেন বাতাসের ক্ষত
গড়ানো পুঁজের মতো।
সেও মাত্র কিছুক্ষণ
তারপর রক্তের স্পন্দন
তোমার হাতের শিরায়
আর শেষ বাস্তবিকতায়
আদিবাসী পথহারা
কোনো রাখালের দোতারা
অন্য দিগন্তের খোঁজে
এক চরম আশ্চর্য্যে
সুর গেঁথে বেজে ওঠে
শীতল ডানার দাপটে
পেঁচার শিকার ও খাওয়া
ঝিঁঝির একঘেঁয়ে গাওয়া
গাছের গাঢ় অবয়ব
আর হারানো শৈশব।
All is hidden from the eye
many days long time
the feet have not touched grass
meanwhile the daylight fades.
Come let's hold hands
and find some way
to return just once
let's go back and stand there -
the same grasslands that make the heart
brim
and the same you same me
the same expanse of wilderness
and overhead
the sky of a billion stars
and that deep silence all around
only the call of night creatures
and a long distance truck
a wound of the winds
like a trickle of pus.
But only for an instant
then just the pulsing blood
in the veins of your hand
and in our last reality
a wandering, lost tribal
shepherd's lute
in search of some other horizon
in an acute wonder
composes and bursts into tune
on cool wings of power
an owl hunts and feeds
the crickets chirp monotonous
the dark dense form of the tree
and lost childhood.
This is for all the Naijja alumni and all those who've grown up in
Africa or have some other connection of body and/or soul to that beloved
continent, my earth valentine.