Thursday 4 June 2020

আকাশ , বাড়ি চলো





বহুদিন লেগে গেলো নিজেকে জোটাতে,
সময়ের ধূলিকণার মাঝে খুঁজে নিতে
পিচ গলা রাস্তায় সাঁটা চটিটি ওঠাতে,
অস্থানে পড়া সে পায়ের ছাপ বুঁজে দিতে,
ঘূর্ণির ক্ষুরে ক্ষুরে আগুনের ফুল্কিতে
ক্রিয়া প্রতিক্রিয়ার খাঁজ, ভাঁজ, ক্রমটি গোছাতে।
বহু পথ কেটে গেলো পথ বুঝে নিতে
মানচিত্রের এলোমেলো রেখা মোছাতে।


এবার সব ধোয়া মোছা, সব ভাঙাচোরা
এ মহাপ্রলয়ের মাঝে সব পরিষ্কার -
কোনটা বাতিল করা, কোনটা আবার গড়া,
কোনটা ভাঙা সত্ত্বেও কুড়িয়ে তোলার। 
আর কোনটা যে কোনোদিন যাবে না জোড়া
বুঝে গেছি, নিয়ে চলো আকাশ এবার।  










No comments:

Post a Comment